Follow Our Company Profiles Facebook Page: https://www.facebook.com/companyprofilebd
Follow Our Others Services Facebook Page : https://www.facebook.com/egpten
Get in touch: 01714-130 488 / 01841-130 488

PWD License বা গণপূর্ত অধিদপ্তর লাইসেন্স:
PWD বা গণপূর্ত অধিদপ্তর। বাংলাদেশে অনেকগুলো মন্ত্রণালয় বা অধিদপ্তর রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় হল গৃহায়ন বা গণপূর্ত মন্ত্রণালয়। গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে যেমন রাজউক রয়েছে তেমনি রয়েছে গণপূর্ত বিভাগ। গণপূর্ত বিভাগের কাজ হচ্ছে বড় বড় ভবন, সরকারি কোয়ার্টার, বড় বড় রাস্তাঘাট সেতু এগুলো গণপূর্ত বিভাগ বা Public Works Department (PWD) নির্মাণ ও বাস্তবায়ন করে। এই কাজগুলো মূলত টেন্ডারিং এর মাধ্যমে ঠিকাতারদের দ্বারা সম্পন্ন করে থাকে। আগে টেন্ডারিং প্রক্রিয়াটি ম্যানুয়াল ছিল এখন বাংলাদেশ সরকার ই-জিপির মাধ্যমে প্রক্রিয়াটি অনলাইন করেছে। এজন্য PWD বা গণপূর্ত বিভাগের এ ধরনের বড় বড় কাজ করতে গেলে PWD License প্রয়োজন পড়ে।
PWD লাইসেন্স হচ্ছে তিন ধরনের যথা_
1. First Class
2. Second Class
3. Third Class
First Class লাইসেন্স দিয়ে সারা বাংলাদেশে কাজ করা যাবে (এজন্য প্রথমে ABC License করতে হবে)। সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস এর কিছু বাদ্যবাধকতা রয়েছে যেমন বাংলাদেশের যে বিভাগ থেকে লাইসেন্স করবেন সে বিভাগেই শুধু কাজ করা যাবে।
অতএব ঠিকাদারি করতে গেলে PWD License থাকাটা অধিক গুরুত্বপূর্ণ আদারওয়াইজ গণপূর্ত বিভাগের কোন কাজেই অংশগ্রহণ করা যাবে না।
সুতরাং আমরা PWD License তৈরিতে সহযোগিতা করে থাকে থাকি। আপনারা ঝুট ঝামেলা মুক্ত স্বল্প সময়ের মধ্যে PWD License করতে চাইলে 01841-130 488 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব।
PWD License সম্পর্কে আরো বিস্তারিত জানুনঃ Video Link
আমাদের অনন্য সেবা সমুহঃ
- +880 1841-130 488
- House: 11/8/E (Flat 5/H), Free School Street, Panthapath, Dhaka 1205