আমদানি ও রপ্তানি নিবন্ধন
আমদানি রপ্তানি ব্যবসা একটি লাভজনক ব্যবসা। আপনিও শুরু করতে পারেন এই ব্যবসা। তবে আমদানি রপ্তানি ব্যবসা শুরু করতে হলে আমদানি ও রপ্তানির লাইসেন্স করতে হবে। আমদানি লাইসেন্সকে বলা হয় ইমপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট (IRC) এবং রপ্তানি লাইসেন্সকে বলা হয় এক্সপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট (ERC)। আজকে আমরা দেখবো কিভাবে ইমপোর্ট ও এক্সপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট (IRC) করা যায়।
ইমপোর্ট ও এক্সপোর্ট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট পেতে নিম্নলিখিত ধাপসমূহ অনুসরন করতে হয়ঃ
১. অনলাইনে আবেদন করতে হবে।
২. আমদানি লাইসেন্স নিবন্ধনের জন্য নির্ধারিত হারে নিবন্ধন ফি জমা দিতে হবে। অনলাইনে ই চালানের মাধ্যমে
অথবা বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের শাখায় নির্ধারিত সিডিউল ফি জমা দিতে হবে।
৩. নির্ধারিত ফিস সহ আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন ফরম পূরণ পূর্বক আমদানি ও রপ্তানির চীফ কন্ট্রোলারের অফিস জমা দিতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্রসমূহঃ
- প্রতিষ্ঠানের নাম ও ঠিকানায় হালনাগদকৃত ট্রেড লাইসেন্স
- ই-টিনআইএন/আয়কর প্রত্যয়নপত্র
- প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছলতা সম্পর্কিত মনোনীত ব্যাংক কর্তৃক প্রত্যয়নপত্র বা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
- স্বীকৃত চেম্বার/ব্যবসায় সংশ্লিষ্ট ট্রেড এসোসিয়েশনের হালনাগদকৃত সদস্যতা সনদ
- আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র ও সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি
- বিশেষায়িত ব্যবসায়ভুক্ত আমদানির ক্ষেত্রে প্রয়োজনীয় লাইসেন্স/অনুমতিপত্র (প্রযোজ্যক্ষেত্রে)
- অংশীদারী ব্যবসায় হলে রেজিস্টার্ড অংশীদারী দলিল (আরজেএসসি/সাব-রেজিস্ট্রি অফিস হতে জারিকৃত)
- লিমিটেড কোম্পনির ক্ষেত্রে সার্টিফিকেট অব ইনকর্পোরেশন, আর্টিক্যাল অব এসোসিয়েশন, মেমোরেন্ডাম অব এসোসিয়েশন।
নির্ধারিত ফিঃ
শ্রেণী নং | বার্ষিক আমদানি মূল্যসীমা | প্রাথমিক নিবন্ধন ফি | বার্ষিক নবায়ন ফি |
প্রথম | ৫ লক্ষ টাকা | ৬,০০০ | ৩,০০০ |
দ্বিতীয় | ৫-২৫ লক্ষ টাকা | ১০,০০০ | ৬,০০০ |
তৃতীয় | ২৫-৫০ লক্ষ টাকা | ২৪,০০০ | ১০,০০০ |
চতুর্থ | ৫০-১ কোটি টাকা | ৪০,০০০ | ১৫,০০০ |
পঞ্চম | ১-৫ কোটি টাকা | ৫০,০০০ | ২২,০০০ |
ষষ্ঠ | ৫-২০ কোটি টাকা | ৬০,০০০ | ৩০,০০০ |
সপ্তম | ২০-৫০ কোটি টাকা | ৭০,০০০ | ২৮,০০০ |
অষ্টম | ৫০ কোটির ঊর্ধে | ৮০,০০০ | ৩২,০০০ |
বিশেষ দ্রষ্টব্যঃ সবগুলোর সাথে ১৫% ভ্যাট যুক্ত হবে।
রপ্তানি লাইসেন্সের জন্য নির্ধারিত ফিঃ
ক্রমিক নং | বিভিন্ন ধরনের নিবন্ধন সনদপত্র | প্রাথমিক নিবন্ধন ফি | বার্ষিক নবায়ান ফি |
১ | রপ্তানি নিবন্ধন (ইআরসি) | ১০,০০০ | ৭,০০০ |
২ | রপ্তানি নিবন্ধন (ইনডেনটিং সার্ভিস) | ৫০,০০০ | ২৫,০০০ |
৩ | বহুজাতিক রপ্তানি নিবন্ধন | ১০,০০০ | ৭,০০০ |
বিশেষ দ্রষ্টব্যঃ সবগুলোর সাথে ১৫% ভ্যাট যুক্ত হবে।
খরচঃ
- সার্ভিস চার্জ আলোচনা সাপেক্ষে