গণপূর্ত (PWD) অধিদপ্তরের লাইসেন্স প্রাপ্তি এবং কার্যক্রমঃ
গণপূর্ত অধিদপ্তরের অবদানের মধ্যে রয়েছে জাতীয় উন্নয়ন, জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য সকল ধরনের ভৌত ও সামাজিক অবকাঠামো নির্মাণ। এর কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত। গণপূর্ত অধিদপ্তরের প্রধান দায়িত্বগুলো নিচের তালিকায় দেখানো হয়েছে। এটা উল্লেখ করা প্রয়োজন যে, প্রায় সকল সরকারী অবকাঠামো প্রকল্পের স্থাপত্য পরিকল্পনা ও নকশা,গণপূর্ত অধিদপ্তরের সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শক্রমে স্থাপত্য অধিদপ্তর করে থাকে।
গণপূর্ত অধিদপ্তরের কাজের ক্ষেত্রঃ
১. সরকারি ভবন এবং স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ।
২. সরকারি পরিত্যক্ত সম্পত্তির সুষ্ঠু রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনা নিশ্চিত করা।
৩. নির্মাণ সামগ্রীর গুনগত মানের স্থিতিশীলতায় ভূমিকা রাখা।
৪. কেপিআই স্থাপনাসহ অন্যান্য সরকারি স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ।
৫. সরকারি বিভিন্ন স্থাপনার কাঠামো নকশা এবং ইলেক্ট্রোমেকানিক্যাল নকশা প্রস্তুতকরণ।
৬. বিভিন্ন স্মৃতিস্তম্ভ এবং ঐতিহাসিক স্থাপনাসমূহের পুনঃনির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং সংস্কার।
৭. পাবলিক উদ্যানসমূহের রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন।
৮. সরকারি অফিস ও বাসভবনের ভাড়া নির্ধারণ।
৯. কর বহির্ভূত রাজস্ব আদায়।
১০. সিডিউল অব রেটস প্রণয়ন।
ABC অধিদপ্তরের লাইসেন্স প্রাপ্তি এবং কার্যক্রমঃ
■ ABC বা (ক,খ,গ লাইসেন্স) license কি?
প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর বিদ্যুৎ বিভাগের আওতাধীন একটি সরকারি দপ্তর। বাংলাদেশ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ( বৈদ্যুতিক লাইসেন্সিং বোর্ড) থেকে কারিগরি, সুপারভাইজার এবং ঠিকাদারি লাইসেন্স প্রদান করা হয়। উক্ত লাইসেন্স কেই A,B,C লাইসেন্স বলে।
■ সুবিধা:
বর্তমানে চাকুরীর ক্ষেত্রে উক্ত লাইসেন্সটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।
কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান আছেন যা লাইসেন্স ধারীদের অগ্রাধিকার দেয়। এছাড়াও ঠিকাদারি লাইসেন্স থাকলে যে কোন ঠিকাদারি ব্যবসা (ইলেকট্রিকাল,মেকানিক্যাল,সিভিল,কেমিক্যাল) করা যাবে এবং উক্ত লাইসেন্স বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্টানের কাছে ভাড়াও দেওয়া যায়।
■ লাইসেন্স ক্যাটাগরি:
A,B,C এই তিনটি ক্যাটাগরিতে আবেদন করা করতে হবে। তিনটি ক্যাটাগরিতে তিনটি আলাদা বিষয় নিয়ে প্রশ্ন নিয়ে প্রশ্ন করা হয়। নিম্নে A,B,C তিনটি ক্যাটাগরির বিষয়বালি দেওয়া হল।
■ C ক্যাটাগরি:
Low Range Voltage ( up to 220 V).
C ক্যাটাগরিগে সাধারণত ইলেকট্রিকাল হাউজ ওয়্যারিং সম্পর্কিত বিষয় নিয়ে প্রশ্ন করা হয়।
■ B ক্যাটাগরি:
medium Range voltage (220 V to 440 V)
B ক্যাটাগরিতে ইলেকট্রিকাল অটোমেশন এবং ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং বিষয়বালি নিয়ে প্রশ্ন করা হয়। যেমন- মোটর,রিলে,টাইমার,কন্ডাকটর, ব্রেকার ইত্যাদি।
■ A ক্যাটাগরি :
High Range Voltage ( 440 V to High Voltage) A ক্যাটাগরিতে ইলেকট্রিকাল সাব-স্টেশন, ট্রান্সফরমার বিষয়বালি নিয়ে প্রশ্ন করা হয়।
■ আবেদন করার নিয়মবালি:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রালয়ের পরিদর্শক ওয়েব সাইট থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে করতে হবে। প্রথমে আবেদনের জন্য চালান নম্বরে সোনালি ব্যাংকে টাকা জমা দিতে হবে। তারপর আবেদনকৃত ফর্ম পুরনের কপি + ট্রেজারী চালান (সোনালী ব্যাংক) + প্রয়োজনীয় কাগজ পত্র সরাসরি লাইসেন্স বোর্ডে জমা দিতে হবে। ঠিকানা: নিউ ইস্কাটন রোড, ঢাকা।
■ পরিক্ষার নিয়মবালি:
ইলেক্ট্রিশিয়ান – (২ বার) মার্চ এবং অক্টোবর।
এটি শুধু মাত্র ইলেকট্রিশিয়ানদের জন্য।
সুপারভাইজার ও ঠিকাদারি – (২ বার) জুন এবং ডিসেম্বর।
এটি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেটধারী (ডিপ্লোমা অথবা বি.এস.সি) দের জন্য।
তবে সুপারভাইজার লাইসেন্স না সম্পন্ন হলে ঠিকাদারি লাইসেন্সের জন্য আবেদন করা যাবে না l
শুধুমাত্র মৌখিক এবং ব্যবহারিক পরিক্ষা নেওয়া হয়। দুটি পরীক্ষা একদিনেই একই সময়ে নেওয়া।
■ পরিক্ষার প্রস্তুতির জন্য যে সকল বিষয় সম্পর্কে বাস্তব জ্ঞান থাকতে হবে।
- Electrical House Wiring
- Motor (DOL, Star-Delta, Reverse-Forward controlling diagram connect)
- Sub Station (P.F.I., HT & LT panel)
- Switchgear
- Circuit Breaker (MCB, MCCB, RCCB, ACB, VCB & SF6 etc.)
- Earth Tester
- Generator
- Transformer
- Transmission & Distribution -এর Basic Question
- Relay, Timer
- Power Factor Meter
- Safety Devices
- Electrical Line -এ use হয়, এমন instruments (Me-gar Meter, Power Factor Meter, Clip-on Meter etc.)
- Bangladesh -এর Electrical Power এর Generation, Transmission & Distribution সম্পর্কে জানতে হবে।
গণপূর্ত (PWD) অথবা ABC লাইসেন্স করতে আমরা সহায়তা প্রদান করি প্রয়োজনে যোগাযোগ করুনঃ
খরচঃ
- আলোচনা সাপেক্ষে