Follow Our Company Profiles Facebook Page: https://www.facebook.com/companyprofilebd
Follow Our Others Services Facebook Page : https://www.facebook.com/egpten
🟢ABC লাইসেন্স / Electrical Supervisor License কি এবং যেভাবে অর্জন করবেন?
ABC Licence / ইলেকট্রিশিয়ান লাইসেন্স / Electrical Supervisor License নিয়ে অনেকের মাঝে অনেক ধরনের প্রশ্ন থাকে। এই লেখাটিতে ABC লাইসেন্স নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো।
🔴ABC লাইসেন্স কি?
সভ্যতার উন্নতির সাথে সাথে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিদ্যুৎ একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। সেকারনে বিদ্যুতের সঠিক এবং নিরাপদ উৎপাদন, বিতরণ, সরবরাহ ও ব্যবহার নিশ্চিতের জন্য ১৯১০ সাল প্রণীত ইলেকট্রিসিটি অ্যাক্ট-এর ৩৬ ধারা বলে বৈদ্যুতিক উপদেষ্ঠা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর সৃষ্টি হয়। বাংলাদেশ সরকারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এই দপ্তরটি বৈদ্যুতিক কারিগরি, সুপারভাইজার সনদ ও ঠিকাদারি লাইসেন্স ইস্যু করে যে লাইসেন্সগুলো ABC License হিসেবে পরিচিত। মূলত এই লাইসেন্সগুলো দেয়া হয় A, B এবং C এই তিনটি ক্যাটাগরিতে যার কারনে এদেরকে ABC লাইসেন্স বলা হয়। এখানে-
✅A ক্যাটাগরি- হাই রেঞ্জ(440 voltage থেকে high range-এর কাজ)
✅B ক্যাটাগরি- মধ্যম রেঞ্জ (220-440 voltage-এর কাজ)
✅C ক্যাটাগরি- নিম্ন রেঞ্জ (up to 220 voltage-এর কাজ)
আরেকটু পরিষ্কার করে বললে-
✔️C ক্যাটাগরিতে আছে বেসিক ইলেকট্রিক কাজ। যেমন- হাউজ ওয়্যারিং।
✔️B ক্যাটাগরিতে আছে বেসিক ইলেকট্রিক সহ ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলের কাজ। যেমন- মোটর।
✔️A ক্যাটাগরিতে B এবং C ক্যাটাগরির কাজ সহ ওভারহেড লাইনের কাজ ( সাব স্টেশন, ট্রান্সফর্মার, ম্যাগনেটিক কন্ট্যাক্ট ) ও অন্তর্ভুক্ত।
এক একটি লাইসেন্সের অধীনে চাইলে যে কোন একটি অথবা একসাথে সবগুলো ক্যাটাগরিতে আবেদন করা যায়। তবে C বাদ দিয়ে B বা B বাদ দিয়ে A নেয়া সম্ভব না।
🔴ABC লাইসেন্স প্রাপ্তির জন্য যোগ্যতাঃ
একজন ডিপ্লোমা অথবা বিএসসি ইঞ্জিনিয়ার এই লাইসেন্সটি পেতে পারেন। এক্ষেত্রে বৈদ্যুতিক সুপারভাইজার সার্টিফিকেট পরীক্ষার আবেদনের যোগ্যতাঃ
অনেকেই ফ্রেশার হয়েও আবেদন করে থাকেন।
🟢ABC Electric License / ABC লাইসেন্স কোথায় পাওয়া যায়?
এই লাইসেন্স বৈদ্যুতিক উপদেষ্ঠা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর (website: https://ocei.portal.gov.bd/ ) থেকে দেয়া হয়। বছরে ৪ বার এর সার্কুলার হয়।
ইলেকট্রিশিয়ান ২ বার – মার্চ এবং অক্টোবর।
সুপারভাইজার ও ঠিকাদার ২ বার – জুন এবং ডিসেম্বর।
তবে এই লাইসেন্স অর্জনের জন্য ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দেয়ার জন্য প্রথমে আবেদন করতে হয় বৈদ্যুতিক উপদেষ্ঠা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের website-এ, আবেদনের জন্য ABC লাইসেন্স ফরম – এর সরাসরি লিঙ্ক পেতে নিচে দেখুন।
বৈদ্যুতিক ঠিকাদারী লাইসেন্স-এর আবেদনের ফরম apply_form
বৈদ্যুতিক সুপারভাইজার লাইসেন্স-এর আবেদনের ফরমঃ apply_form
বৈদ্যুতিক কারিগরি পারমিট / ইলেকট্রিক লাইসেন্স ফরমঃ apply_form
🟢আবেদন পদ্ধতিঃ
প্রথমে চালান নম্বরসহ টাকা সোনালি ব্যাংকে জমা দিতে হবে। এরপর নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে। পূরণকৃত ফর্ম ও ব্যাংক ড্রাফট কপিসহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে সচিব, বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ড বরাবর এই ঠিকানায়- 25 New Eskaton Road, Dhaka 1000
আবেদনকারীদের এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেয়া হয়। এছাড়া সংশ্লিষ্ট দপ্তরের website-এ পরীক্ষার্থীর নাম, রোল ও পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়। বর্তমানে কোন ধরনের ইন্টার্ভিউ কার্ড ইস্যু হয় না। নির্ধারিত তারিখে বৈদ্যুতিক উপদেষ্ঠা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল পরের দিন সকালের মধ্যে সংশ্লিষ্ট অফিস এবং ওয়েবসাইটে প্রকাশ করে দেয়া হয়। আপনি কোন ক্যাটাগরিতে পেয়েছেন তা নামের পাশে উল্লেখ থাকবে।
🟢ABC লাইসেন্সের সুবিধাঃ
বর্তমানে বিভিন্ন চাকরি ও ব্যবসার ক্ষেত্রে একটি লাইসেন্স অনেক গুরত্বপূর্ণ। চাকরির ক্ষেত্রে এই লাইসেন্স উপস্থাপন করা হলে অভিজ্ঞতার ব্যাপারে কোন প্রশ্ন করা হয় না। ইলেকট্রিক বা অন্য ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা ইলেকট্রিক লাইনের যে কোন কাজ করতে বা সুপারভাইজ করতে পারবেন। ঠিকাদারির ক্ষেত্রে যে কোন (ইলেকট্রিক, মেকানিক্যাল প্রভৃতি) ঠিকাদারি ব্যবসা করতে পারবেন।
🔴ABC License cost / ইলেকট্রিশিয়ান লাইসেন্স –এর খরচ কিরকম হতে পারে?
বৈদ্যুতিক ঠিকাদারি, সুপারভাইজার এবং ইলেকট্রিশিয়ান সার্টিফিকেট এর বিভিন্ন ক্যাটাগরিতে কিরকম খরচ হতে পারে তা স্ব স্ব আবেদন ফরমে উল্লেখ থাকে।
🔴পরীক্ষার প্রস্তুতি
ABC License exam / ইলেকট্রিক লাইসেন্স পরীক্ষার প্রস্তুতির জন্য নিচের বিষয়গুলো বেশ গুরত্বপূর্ণ-
✔️Electric house wiring
✔️Magnetic contact
✔️Motor
✔️Sub station
✔️Switch
✔️Circuit breaker
✔️Earth tester
✔️Generator
✔️Transformer
✔️Basic on transmission and distribution
✔️Relay
✔️Power factor meter
✔️Safety devices
✔️Instruments used in Electric line (Meger meter, Power factor meter, Clip –on meter etc.)
🏠এছাড়া সংশ্লিষ্ট যে কোন তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়-
25 New Eskaton Road, Dhaka 1000
প্রধান বিদ্যুৎ পরিদর্শক : (০২) ৫৮৩১৫২১১
সচিব, বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ড :(০২) ৫৮৩১৫২১৪
ফ্যাক্স : (০২) ৫৮৩১৫২১৩
ইমেইল : info@ocei.gov.bd
🔴আমাদের অন্যান্য সেবা সমূহ:
✅ই—জিপি রেজিস্ট্রেশন (e-GP Registration)
✅সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তালিকাভূক্তি (Enrollment in various government institutions)
✅ট্রেড লাইসেন্স নিবন্ধন (Trade License Registration)
✅টিন রেজিস্ট্রেশন (TIN Registration)
✅ভ্যাট রেজিস্ট্রেশন (BIN/VAT Registration)
✅লিমিটেড কোম্পানি নিবন্ধন (Limited Company Registration)
✅পার্টনারশিপ ফার্ম নিবন্ধন (Partnership Firm Registration)
✅প্রোপাইটারশিপ কোম্পানি গঠন (Formation of Proprietorship Company)
✅প্রজেক্ট প্রোফাইল ও কোম্পানি প্রোফাইল তৈরি (Company Profile / Business Profile / Project Profile)
✅ট্রেডমার্ক আবেদন (Trademark Application)
✅কোম্পানি অডিট সহ আরো অনেক ধরনের সেবা প্রদান করি (Company Audit & Many others Services)
বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন_ www.egpten.com
অথবা কল করুন 📞 01841-130 488 এই নাম্বরে। ধন্যবাদ।
Get In touch
Leave us a message
+880 1841-130 488
Contact for any information regarding Business