আউটসোর্সিং বা ভৌত সেবার দরপত্র এখন ই-জিপি সিস্টেমের মাধ্যমে দাখিল করা যাচ্ছে।

ই-জিপি
আউটসোর্সিং (Non-Consulting Service বা Physical Service) এর দরপত্র এখন থেকে সরাসরি ই-জিপি (e-GP) সিস্টেমে করা যাবে।

আগে কেবল আউটসোর্সিং টেন্ডারের বার্ষিক ক্রয় পরিকল্পনা (APP) ই-জিপিতে অন্তর্ভুক্ত করা যেতো, কিন্তু মূল দরপত্র প্রক্রিয়া ম্যানুয়ালি সম্পন্ন করতে হতো।

সাম্প্রতিক সময়ে ই-জিপি (Electronic Government Procurement) সিস্টেমে PSN আদর্শ দরপত্র দলিল যুক্ত করা হয়েছে। এর ফলে দরপত্র দলিল প্রস্তুত করা, জমা দেওয়া, মূল্যায়ন, এমনকি চুক্তি সম্পাদন—সবকিছু এখন ই-জিপির মাধ্যমেই সম্পন্ন করা সম্ভব।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শতভাগ টেন্ডার ই-জিপির মাধ্যমে করার বাধ্যবাধকতা থাকলেও, এতদিন আউটসোর্সিং টেন্ডার অনলাইনে না হওয়ায় কোনো দপ্তরেই পূর্ণ সফলতা অর্জিত হচ্ছিল না।

এখন থেকে আউটসোর্সিং টেন্ডার ই-জিপিতে আহ্বান করা হলে স্থানীয় পর্যায়ের জটিলতা অনেকটাই কমে যাবে। ফলে, ব্যবহারকারীরা এ উদ্যোগের সুফল পাবেন বলে আশা করা হচ্ছে।

Scroll to Top
Need Help? Chat with us