e-GP Training for Beginners

Follow Our Company Profiles Facebook Page: https://www.facebook.com/companyprofilebd
Follow Our Others Services Facebook Page : https://www.facebook.com/egpten
Get in touch: 01714-130 488 / 01841-130 488

এই কোর্সটি করার পর (e-GP)তে LTM, OTM, OSTM, OSTETM, RFQ, DPM টেন্ডার সাবমিট, JVCA সহ, ই-জিপি সংক্রান্ত যাবতীয় কাজ খুব সহজেই করতে পারবেন। ইনশাআল্লাহ !

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (e-GP) পোর্টাল (http://eprocure.gov.bd) পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) কর্তৃক তৈরী, গৃহীত ও পরিচালিত। ই-জিপি সিস্টেমটি সরকারের ক্রয়কারী সংস্থা (পিএ) এবং ক্রয়কারী (পিই)-সমূহের ক্রয়কার্য সম্পাদনের জন্য একটি অনলাইন প্লাটফর্ম।

এটি একমাত্র ওয়েব পোর্টাল যেখান থেকে এবং যার মাধ্যমে ক্রয়কারী সংস্থা এবং ক্রয়কারী প্রতিষ্ঠানসমূহ নিরাপদ ওয়েব ড্যাসবোর্ডের মাধ্যমে ক্রয় সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন করতে পারবে। ই-জিপি সিস্টেম সিপিটিইউ’তে স্থাপিত ডাটা সেণ্টারে ধারণ করা হয়েছে। ইণ্টারনেট ব্যবহার করে সরকারের ক্রয়কারী সংস্থা এবং ক্রয়কারী প্রতিষ্ঠান ই-জিপি ওয়েব পোর্টালে প্রবেশ করতে পারবে। সরকারী ক্রয়কাজে এই সংস্কার কার্যক্রম বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়নাধীন ‘পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম প্রজেক্ট-২’ এর আওতায় সম্পাদিত হয়েছে। এই পদ্ধতি ক্রমান্বয়ে সরকারের সকল প্রতিষ্ঠান কর্তৃক ব্যবহৃত হবে বিধায় এর মাধ্যমে সরকারী ক্রয় প্রক্রিয়ায় দরদাতাগণের অবাধ অংশগ্রহণ ও সমসুযোগ সৃষ্টি হবে; এবং ক্রয় প্রক্রিয়ায় দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

কোর্সটি যাদের জন্য:

নির্দিষ্ট কোন ডিগ্রি Requirement নেই। তবে, কমপক্ষে এইচ,এস,সি, বা সমমানের যোগ্যতা থাকা উচিত। Engineering ব্যাকগ্রাউন্ডের কেউ হলে সহজেই এই কোর্স করতে পারবে। এছাড়া, নন-টেকনিকাল যেমন কমার্স কিংবা আর্টস ব্যাকগ্রাউন্ডের মানুষরাও এই কোর্স করতে পারবে।

জিপি (e-GP) কি?
ই-জিপি সিস্টেমটি সরকারের ক্রয়কারী সংস্থা (পিএ) এবং ক্রয়কারী (পিই)-সমূহের ক্রয়কার্য সম্পাদনের জন্য একটি অনলাইন প্লাটফর্ম।

জিপি (e-GP) শেখা কেন দরকার?
আপনি যদি প্রোডাক্ট ‍সাপ্লাই বা সার্ভিস নিয়ে কাজ বা ব্যবসা করতে চান। এছাড়াও প্রজেক্ট ম্যানেজার বা টেন্ডার ডকুমেন্টেশন রিলেটেড জব করতে চান। তবে আমাদের এই প্রফেশনাল কোর্সটি আপনার করা দরকার।

চাকুরী ক্ষেত্র কি কি?

  1. Project Manager
  2. Documents controller
  3. Tender specialist
  4. Tender engineer
  5. Engineering document controller
  6. Work with government procurement

 

কোর্সের বৈশিষ্ট্য সমুহ:

  1. সারাজীবনের জন্য কোর্স মডিউল ব্যবহারের সুযোগ।
  2. দক্ষতা যাচাইয়ের পরীক্ষা ও ভেরিফাইড সুবিধাসহ সার্টিফিকেট।
  3. বাস্তব ব্যবহারভিত্তিক প্রজেক্ট, কুইজ ও অ্যাসাইনমেন্ট।
  4. প্রয়োজনে মেন্টরদের কাছ থেকে সরাসরি সাপোর্ট।

Scroll to Top
Need Help? Chat with us