এই কোম্পানিগুলি অন্যান্য বীমা সংস্থাগুলিকে সাহায্য করে যখন তাদের অতিরিক্ত সাহায্যের প্রয়োজন হয়।
প্রিমিয়াম সংগ্রহের দিক দিয়ে বিশ্বের সর্ববৃহৎ পুনঃবীমা কোম্পানি জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান মিউনিক রি। ২০২১ সালে কোম্পানিটি লাইফ ও নন-লাইফ খাতে সর্বমোট ৪৬.৮৩৬ বিলিয়ন মার্কিন ডলার পুনঃবীমা প্রিমিয়াম সংগ্রহ করেছিল। রেটিং এজেন্সি এ এম বেস্ট এ তথ্য প্রকাশ করেছে।
এর আগে ২০১৮ ও ২০১৯ সালে বিশ্বের পুনঃবীমা কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়াম সংগ্রহের শীর্ষে ছিল সুইস রি এবং ২০২০ সালে মিউনিক রি প্রথম হয়েছিল। ২০২০ সাল থেকে সুইস রি দ্বির্তীয় অবস্থানে রয়েছে।
নিচে এক নজরে দেখে নিন বিশ্বের ১০ টি সর্ববৃহৎ পুনঃবীমা কোম্পানির তালিকাঃ
(১) মিউনিক রি
(২) সুইস রি
(৩) হ্যানওভার রি।
(৪) কানাডা লাইফ রি।
(৫) স্কোর এস.ই
(৬) বার্কশায়ার হ্যাথওয়।
(৭) লয়েডস,
(৮) চায়না রিইন্স্যুরেন্স (গ্রুপ) করপোরেশন
(৯) রিইন্স্যুরেন্স গ্রুপ অব আমেরিকা
(১০) এভারেস্ট রি গ্রুপ।
Subscribe to our YouTube channel for updates : https://www.youtube.com/@RajibsExperience
Follow our Facebook page : https://www.facebook.com/egpten