Follow Our Company Profiles Facebook Page: https://www.facebook.com/companyprofilebd
কোম্পানি প্রোফাইল বা বিজনেস প্রোফাইল এর প্রয়োজনীয়তাঃ
কোম্পানি প্রোফাইল/বিজনেস প্রোফাইল ছাড়া Business Export-Import, B2B Partnership, Foreign Company Dealings, Banking Activities, Website Content এর কথা চিন্তাই করা যায় না। একটা ব্যবসার পূর্ণাঙ্গ পরিচয় দিতে Company Profile এর গুরুত্ত অপরিসীম।
#বিজনেস প্রোফাইল হচ্ছে ব্যবসায়ের ফার্স্ট ইম্প্রেশন যা দিয়ে আপনি আপনার কাস্টোমারদের কে লাস্ট ইম্প্রেশন পর্যন্ত ধরে রাখতে পারবেন। আপনার ব্যবসা ছোট হোক কিংবা বড়, হোক সেটি দু’বছরের কিংবা দীর্ঘসময়ের, আপনার নিজস্ব একটি বিজনেস প্রোফাইল থাকা চাই। ব্যবসায়ের মূল ভিত হচ্ছে বিশ্বাস। আর এ বিশ্বাস স্থাপনে যোগসূত্র হয়ে কাজ করে কোম্পানী প্রোফাইল।
আপনি যদি নতুন কোন অফিসে আপনার প্রোফাইল সাবমিট করতে চান অথবা কোন রেফারেন্সে কেউ সাবমিট করতে বলে এমন প্রোফাইল সাবমিট করা যাবেনা যাতে আপানর প্রোফাইলটি বিবেচনায় না আসে।
আপনি যে স্থানে কোম্পানি প্রোফাইলটি সাবমিট করবেন, প্রোফাইলের কোয়ালিটি এবং ডিজাইন দেখে তারা বিবেচনা করবে আপনার কোম্পানি কাজ করার যোগ্য কি না। তাই নিজের কোম্পানিকে সুন্দর ভাবে উপস্থাপন করতে আপনার একটি কোয়ালিটিফুল কোম্পানি/বিজনেস প্রোফাইল দরকার।
আমরা আপনার কোম্পানির এই গুরুত্তপূর্ণ কাজটি করে দিচ্ছি খুবই আন্তরিকতার সাথে। আমাদের বিশেষ এক্সপার্ট আপনাদের সাথে একাধিকবার বসে আপনার ব্যাবসার বিবরন নিবেন। আমাদের টিম ব্যাবসার বিবরন অনুসারে Company Profile টি রেডি করবে এছাড়া পরবর্তীতে কোন কিছু কাস্টমাইজ করতে হলে যেকোনো সময় করে দিতে পারবে।
যেহেতু Company Profile টি English এ হবে তাই আমাদের এক্সপার্ট টিমের সবাই NSU, IBA, Dhaka University, EWU, BRAC University থেকে Higher Study গ্রহন করা।
Contact Information :
Subscribe to our YouTube channel for updates : https://www.youtube.com/@RajibsExperience
Follow Our Company Profiles Facebook Page: https://www.facebook.com/companyprofilebd
Follow Our Others Services Facebook Page : https://www.facebook.com/egpten
How to Make Company Profile in Bangladesh (Watch the video): https://www.youtube.com/watch?v=68b7_7QgHwQ&t=58s