ব্যবসা পরিচালনা ও উন্নয়ন ব্যয়ে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে

উন্নয়ন বাজেটের আওতায় ‘বি’ ক্যাটাগরির প্রকল্পগুলোতে সর্বোচ্চ ৮৫ শতাংশ ব্যয় করা যাবে। আগের নির্দেশনায় ছিল ৭৫ শতাংশ।

২০২২-২০২৩ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীভুক্ত প্রকল্পগুলোকে এ/বি/সি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। বড় বড় প্রকল্পগুলোকে এই তিন ভাগে ভাগ করে অগ্রাধিকার ঠিক করতে হবে। এ বিষয়ে গত ৩ জুলাই ২০২২ তারিখে অর্থ বিভাগ হতে একটি পরিপত্র জারী হয়েছিল।

আরও দেখুনঃ প্রকল্প বাস্তবায়নে এ, বি, সি ক্যাটাগরি বলতে কী বোঝানো হচ্ছে ?

পরিচালন বাজেট বরাদ্দ থেকে যন্ত্রপাতি ও সরঞ্জাম, কম্পিউটার ও আনুষঙ্গিক, আসবাব, ইত্যাদি কেনা পুরোপুরি স্থগিত রাখা হয়েছিল ইতিপূর্বে। এখন তা কিছুটা শিথিল করা হয়েছে। তবে পুরো অর্থ ব্যয় করা যাবে না।

পূর্বের নির্দেশনা দেখতে ক্লিক করুনঃ যন্ত্রপাতি কেনা স্থগিত করলো সরকার

এর আগে গত বছরের ৩ জুলাই, ২১ জুলাই এবং ১৩ ডিসেম্বর সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে পরিপত্র জারি করা হয়। তাতে বিভিন্ন ব্যয়ে লাগাম দেয় সরকার। তারই ধারাবাহিকতায় এখন নতুন নির্দেশনা আসলো।

Scroll to Top
Need Help? Chat with us