Follow Our Company Profiles Facebook Page: https://www.facebook.com/companyprofilebd
Follow Our Others Services Facebook Page : https://www.facebook.com/egpten
Get in touch: 01714-130 488 / 01841-130 488

ট্রেডমার্ক রেজিষ্ট্রেশনের কেন করবেন?
আপনার পণ্য বা সেবা দানকারী ব্যবসায়ের যদি ট্রেডমার্ক রেজিষ্ট্রেশন করা থাকে তাহলে আপনার ব্র্যান্ডের নাম ও লোগো অন্য কেউ ব্যাবহার করতে পারবে না। সহজ ভাষায় আপনার ব্যবসার সুনামের কোনো ক্ষতি হবে না। যদি আপনার দৃষ্টিগোচর হয় কেউ আপনার কোম্পানি বা সমসাময়িক নাম লোগো ব্যবহার করেছে আইনগত ভাবে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। তাই আপনিও আপনার ব্র্যান্ডের ট্রেডমার্ক রেজিষ্ট্রেশন করে ফেলুন।
ট্রেডমার্ক রেজিষ্ট্রেশন সংক্রান্ত যে কোনো সহযোগিতায় আমরা আছি আপনার পাশে।
ট্রেডমার্ক কিঃ
ট্রেডমার্কের অপর নাম ব্রান্ড। ট্রেডমার্ক হচ্ছে একটি স্বতন্ত্র চিহ্ন, ছবি, শব্দ, বর্ণ বা বর্ণের সমষ্টি যার দ্বারা কোন নির্দিষ্ট পণ্য বা সেবাকে চিহ্নিত করা যায় এবং সমজাতীয় অন্যান্য সকল পণ্য বা সেবা থেকে আলাদা করে।
ব্যবসায় পণ্য বা সেবার ধরে রাখতে এবং নকল থেকে নিজের পণ্য বা সেবাকে আলাদা রাখতে হলে ট্রেডমার্ক করা জরুরি। যাতে নির্দিষ্ট চিহ্ন দেখে অন্য কোম্পানির পণ্য থেকে নিজের পণ্যকে আলাদা ভাবে উপস্থাপন করা যায়। যেমন:- বাজারে বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন ট্রেড মার্ক বা ব্রান্ড দ্বারায় আলাদা করা যায়। বাংলাদেশে ট্রেডমার্ক আইন, ২০০৯ দ্বারা যেকোন পণ্যের ট্রেডমার্ক করা যায়।
ট্রেডমার্ক আইন, ২০০৯ এর ধারা ২ এর ৮ এ বলা হয়েছে, কোন নিবন্ধিত ট্রেডমার্ক অথবা কোন পণ্যের বা সেবার সহিত ব্যবহৃত এমন কোন মার্ক যাহাতে ব্যবসায় উক্ত পণ্যের উপর মার্ক ব্যবহারকারী স্বত্বাধিকারীর অধিকার রহিয়াছে মর্মে প্রতীয়মান হয়। কোন সেবা বা পণ্যের সহিত ব্যবহৃত বা ব্যবহারের জন্য প্রস্তাবিত এমন কোন মার্ক যাহার স্বত্বাধিকারী বা নিবন্ধিত ব্যবহারকারী হিসাবে ব্যবহারের অধিকার রহিয়াছে বলিয়া প্রতীয়মান হয়।
ট্রেডমার্ক প্রতীক কি?
R, TM, SM, এই ৩ টি প্রতীক দ্বারা ট্রৈডমার্কের ধরণ সংজ্ঞায়িত করা যায়।
নিবন্ধিত বা রেজিস্টার্ড প্রতীক “R” ® (পণ্য ও সেবা):
যদি কখনো কোনও মার্ক, লোগো বা নকশার পাশে একটি বৃত্তের মাঝে “R” ® থাকে, তাহলে বুঝতে হবে এটি রাষ্ট্রীয় কর্তৃপক্ষ দ্বারা নিবন্ধিত বা রেজিস্টার্ড ট্রেডমার্ক। আমাদের দেশে শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর ট্রেডমার্ক নিবন্ধন দিয়ে থাকে। অ-নিবন্ধিত ট্রেডমার্কে “R” ® প্রতীক ব্যবহার করা একটি ফৌজদারি অপরাধ, এক্ষেত্রে রাষ্ট্র স্বপ্রণোদিত হয়ে মামলা করতে পারে। আমাদের দেশে এমন নজীর আছে।
TM প্রতীক:
পণ্যের ক্ষেত্রে ইংরেজি অক্ষর TM ব্যবহার হয়। মূলত TM (Trademark) হচ্ছে অ-নিবন্ধিত পণ্যের ট্রেডমার্ক প্রতীক। তবে নিবন্ধিত ট্রেডমার্কের ক্ষেত্রে TM প্রতীক ব্যবহারে বাধা নেই। প্রকৃত পক্ষে একটি পণ্য নিবন্ধিত হওয়ার পূর্ব পর্যন্ত পণ্যটি ক্রেতা বা ভোক্তার সাথে পরিচিত (ব্যান্ডিং) করার জন্য TM প্রতীক ব্যবহার করা হয়।
SM প্রতীক:
পণ্যের ক্ষেত্রে TM এর মতোই অ-নিবন্ধিত সেবার ক্ষেত্রে SM (Service Mark) প্রতীক ব্যবহার করা হয়। সেবা বলতে হাসপাতাল, হোটেল, বিমান পরিসেবা ইত্যাদি।
ট্রেডমার্ক সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিডিও টি দেখুন_ Video Link
আমাদের অনন্য সেবা সমুহঃ
১। ইজিপি একাউন্ট ওপেন
২। ইজিপি ট্রেনিং
৩। LTM,OTM,OSTETM,RFQ সহ ম্যানুয়াল টেন্ডার সাবমিশন
৪। টেন্ডারার ডাটাবেজ পূরন
৫। বিভিন্ন অধিদপ্তরের তালিকাভুক্তি লাইসেন্স যেমন, LGED,PWD,EED,RHD,ABC,FOOD,BWDB,BSCIC ইত্যাদি।
৬। নতুন ট্রেড লাইসেন্স, ভ্যাট/BIN, টিন সার্টিফিকেট/TIN রেজিষ্ট্রেশন
৭। লিমিটেড/পার্টনারশিপ কোম্পানি নিবন্ধন
৮। আই আর সি/IRC, ই আর সি/ERC
৯। বিভিন্ন অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ
১০। উদ্যেক্তা প্রশিক্ষণ
১১। কোম্পানি প্রোফাইল/বিজনেস প্রোফাইল তৈরি
১২। ট্রেডমার্ক রেজিস্ট্রেশন
- +880 1841-130 488
- House: 11/8/E (Flat 5/H), Free School Street, Panthapath, Dhaka 1205