Follow Our Company Profiles Facebook Page: https://www.facebook.com/companyprofilebd
Follow Our Others Services Facebook Page : https://www.facebook.com/egpten
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) (LGED)
দেশের অন্যতম বৃহৎ প্রকৌশল সংস্থা। ৬০ এর দশকে পল্লীপূর্ত কর্মসূচি বাস্তবায়নের মধ্যদিয়ে কার্যক্রম শুরু করলেও সময়ের পরিক্রমায় এর পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের সীমানায় রয়েছে এলজিইডির বিশাল কর্মযজ্ঞ।
পল্লী অঞ্চলের সড়ক যোগাযোগ এবং হাট-বাজার ও গ্রোথ সেন্টার উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে এলজিইডি যে অবদান রেখেছে তা আজ দৃশ্যমান। দেশের ক্রমবর্ধমান প্রবৃদ্ধি অর্জনে এসব অবকাঠামোর অবদান অপরিসীম। প্রত্যন্ত পল্লির মানুষ আজ সর্বোচ্চ দুই কিলোমিটারের মধ্যে পাকা সড়ক ব্যবহারের সুবিধা পাচ্ছে। মানুষের জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে পল্লীর এসব অবকাঠামো ব্যাপক ভূমিকা রাখছে।
গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এলজিইডি শহর ও নগর অঞ্চলেও ভৌত অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখছে। নগর স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে (পৌরসভা ও সিটি কর্পোরেশন) কারিগরি সহায়তা প্রদান ও এসব প্রতিষ্ঠানের পরিচালন ব্যবস্থা ও দক্ষতা উন্নয়নেও এলজিইডি সম্পৃক্ত।
দেশের কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধিতেও এলজিইডি বিশেষ ভূমিকা পালন করছে সারাদেশে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে। এসব প্রকল্পে স্থানীয় অংশীজনদের অংশগ্রহণে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন এবং পরিচালন ও রক্ষণাবেক্ষণের ফলে নিম্ন আয়ের মানুষের জন্য সল্প ও দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে।
স্থানীয় পর্যায়ে গ্রামীণ ও নগর অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এসব অবকাঠামো রক্ষণাবেক্ষণ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে বিভিন্ন বিষয়ে কারিগরি সহায়তা প্রদান এলজিইডির কর্মতালিকার অংশ। একইসঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিয়ে থাকে এলজিইডি।
উন্নয়ন প্রকল্প প্রণয়নে অবকাঠামোর তথ্যভান্ডার, ম্যাপ, কারিগরি বিনির্দেশ (টেকনিক্যাল স্পেসিফিকেশন), ম্যানুয়াল ইত্যাদি প্রণয়ন এবং দক্ষ মানবসম্পদ সৃষ্টি ও কর্মদক্ষতা বাড়াতে সংস্থার নিজস্ব কর্মকর্তা/কর্মচারী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনদের জন্য নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে এলজিইডি।
![এলজিইডি LGED](https://egpten.com/wp-content/uploads/2024/03/LGED-License-768x1048.jpeg)
এলজিইডির প্রধান প্রধান কার্যক্রম |
পল্লি অবকাঠামো: |
|
নগর অবকাঠামো: |
|
ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন: |
|
![এলজিইডি LGED](https://egpten.com/wp-content/uploads/2024/03/functions_bangla.gif)
LGED,EED,ABC,PWD,FOOD,HED,DPHE, BIWTA,BIN,EGP Registration,Trade License, BSCIC ডিপার্টমেন্ট লাইসেন্স ইজিপি সংক্রান্ত যেকোন সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন_01841130488
Get In touch
We are with you for any license and e-GP related matters
01841130488
Call for details
House: 11/8/E (Flat 5/H), Free School Street, Panthapath, Dhaka 1205, Bangladesh
![Private Limited Company](https://egpten.com/wp-content/uploads/2024/06/Private-Limited-Company.jpg-1-300x197.jpg)
Private Limited Company Registration | Incorporation Procedure in Bangladesh
![ABC লাইসেন্স](https://egpten.com/wp-content/uploads/2024/04/ABC-License-thumb-300x197.jpg)
![কোম্পানি প্রোফাইল](https://egpten.com/wp-content/uploads/2024/04/Company-Profile-Business-Profile-Project-Profile-কোম্পানি-প্রোফাইল-Rajibs-Experience-300x169.jpg)
![প্রাইভেট লিমিটেড কোম্পানি](https://egpten.com/wp-content/uploads/2024/03/RJSC-1-300x197.jpg)
![egp training](https://egpten.com/wp-content/uploads/2024/02/EGP-Training-thumb-300x197.jpg)
![এলজিইডি-LGED](https://egpten.com/wp-content/uploads/2024/03/এলজিইডি-LGED-300x197.jpg)